Last Updated: December 25, 2011 14:35

সারা দেশের সঙ্গে রাজ্যের বিভিন্ন জেলাতেও সাড়ম্বরে পালিত হচ্ছে বড়দিন। ঘড়ির কাঁটা রাত বারোটা ছুঁতেই গির্জায় গির্জায় শুরু হয়ে যায় ক্রিসমাস ক্যারল। ঘণ্টাধ্বনি হয় গীর্জাগুলিতে। প্রার্থনায় সামিল হন অসংখ্য মানুষ। হুগলির ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে কৃষ্ণনগরের ক্যাথিড্র্যাল চার্চ। সবজায়গাতেই একই ছবি। বড়দিন মানেই একইসাথে শুরু হয়ে যায় বর্ষ শেষের উত্সবও। আজ সকাল থেকে বাঁকুড়া, পুরুলিয়া, ব্যান্ডেল চার্চ, নদিয়ার রানাঘাটের বেগোপাড়া চার্চ সর্বত্রই মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। অনেক জায়গায় আবার গীর্জা প্রাঙ্গনেই বসেছে মেলা। সবমিলিয়ে রীতিমত জমে উঠেছে জেলায় জেলায় বড়দিন।
First Published: Wednesday, December 28, 2011, 12:33