Last Updated: July 10, 2013 13:53

কামদুনি কাণ্ডে আজ বারাসত আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিআইডি। থাকল আরও তিন অভিযুক্তের নাম। গত ২৯ জুন ফরেনসিক রিপোর্ট ছাড়া অসম্পূর্ণ চার্জশিট দিয়ে বারাসত ফাস্ট ট্র্যাক কোর্টে তীব্র ভর্তসনার মুখে পড়েছিল সিআইডি। সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ ৩০ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয় হাইকোর্টও।
মঙ্গলবার, রাজ্য ফরেনসিকের প্রাথমিক রিপোর্ট পেয়েছে সিআইডি। এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসেনি সিআইডির। তবে গণধর্ষণের তত্ত্ব এখনও মানতে নারাজ সিআইডি। এই অবস্থায় আজ ফের ফরেনসিক রিপোর্ট ছাড়াই চার্জশিট জমা দিচ্ছে সিআইডি।
First Published: Wednesday, July 10, 2013, 13:53