Last Updated: Wednesday, September 18, 2013, 10:53
কামদুনি মামলার শুনানি নিয়ে নির্যাতিতার ভাইয়ের আবেদনে সাড়া দিল আদালত। শুনানি পিছিয়ে দিল নগর দায়রা আদালত। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৭ সেপ্টেম্বর। বাবা-মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে শুনানি স্থগিত রাখার আবেদন জানান নির্যাতিতার ভাই। এদিকে, অভিযুক্তদের আবেদন খারিজ করে আজ আদালত জানিয়ে দিয়েছে কামদুনি মামলার শুনানি হবে রুদ্ধদ্বার কক্ষেই। একই সঙ্গে আদালত জানিয়ে দিয়েছে, অভিযুক্তদের ভাষায় শুনানি হবে না। শুনানি হবে আদালতের ভাষাতেই। প্রয়োজনে বাংলায় অনুবাদ করে দেওয়া হবে।