উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠকদক্ষিণ চব্বিশপরগনা ও নদিয়ার পর এবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সেজে উঠেছে শিলিগুড়ি। শুক্রবার দুপুরে বাগডোগরা এয়ারপোর্টে নেমে, যাবেন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে। সেখানে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে আয়োজিত আলোকচিত্র প্রর্দশনী দেখতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যায় কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ৬ দিন ব্যাপী উত্তরবঙ্গ অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন বৃত্তের ১৫ জন বিশিষ্ট ব্যক্তিত্বের হাতে বঙ্গসম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী। সম্মান তুলে দেওয়া হবে উত্তরবঙ্গের অশ্রু কুমার  শিকদার, ইন্দ্র বাহাদুর রাই, হরিমাধব মুখোপাধ্যায়, হরিশঙ্কর রায় এবং বাইচুং ভুটিয়ার হাতে। পাশাপাশি সম্মান জানানো হবে সন্ধ্যা রায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, জয় গোস্বামী, বিভাস চক্রবর্তী, অঞ্জন দত্ত, নচিকেতা এবং চিরঞ্জিত সহ দশজনকে।

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক
সরকারি সূত্রে খবর উত্তরবঙ্গ উত্সবের মঞ্চ থেকেই একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও করবেন মুখ্যমন্ত্রী। রাতে এনএইচপিসির বাংলোয় থাকবেন মুখ্যমন্ত্রী।

শনিবার দুপুরে বাগডোগরার কাছে গোঁসাইপুরে রেলের এক অনুষ্ঠানে, উত্তরবঙ্গের জন্য ৪টি নতুন ট্রেনের ঘোষণা করার কথা মুখ্যমন্ত্রীর।

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক
এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগেই মোর্চা নেতা বিমল গুরুং হুমকি দিয়েছেন, ২৭ মার্চের মধ্যে  জিটিএ চুক্তি কার্যকর না হলে, চুক্তি পুড়িয়ে পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামবেন তাঁরা। এই হুঁশিয়ারির পরই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব তড়িঘড়ি মোর্চা নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। মোর্চা নেতাদের উত্তরবঙ্গ অনুষ্ঠানে যোগ দেওয়ারও আমন্ত্রণ জানান তিনি। প্রশাসনিক মহলের ধারণা, শুক্রবার রাতে অথবা শনিবার সকালে মুখ্যমন্ত্রী মোর্চা নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন।


First Published: Friday, February 10, 2012, 13:27


comments powered by Disqus