Last Updated: Monday, June 2, 2014, 20:26
নতুন জেলা হতে চলেছে আলিপুরদুয়ার। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাংলাদেশ-নেপাল-ভুটান সীমান্তজুড়ে তৈরি হবে রাস্তা। কোচবিহারে হবে নতুন মেডিকেল কলেজ। উত্তরবঙ্গের জন্য দুশোর বেশি নতুন বাসসহ একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে বামেরা দুর্বল হলেও রাজ্যের কিছু কিছু এলাকায় শক্তি বেড়েছে বিজেপির। উত্তরবঙ্গে শক্তিশালী কংগ্রেস। রায়গঞ্জের মতে এলাকায় সংগঠন বাড়ানোর চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। সেকথা মাথায় রেখেই উত্তরবঙ্গে তৃণমূলের ঘর গোছানোর কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়িতে মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানান, খুব শিগগিরই রাজ্যের নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আলিপুর দুয়ার। এছাড়াও কোচবিহারে নতুন মেডিকেল কলেজ গড়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।