নাইট বরণ সেরেই তড়িঘড়ি উত্তরবঙ্গে ফিরলেন মুখ্যমন্ত্রী

নাইট বরণ সেরেই তড়িঘড়ি উত্তরবঙ্গে ফিরলেন মুখ্যমন্ত্রী

নাইট বরণ সেরেই তড়িঘড়ি উত্তরবঙ্গে ফিরলেন মুখ্যমন্ত্রীনাইট সেলিব্রেশনের জন্য সরকারি সফরসূচি বদলে চলে এসেছিলেন কলকাতায়। মাঝখানে একদিন কলকাতায় কাটিয়ে ফের মুখ্যমন্ত্রী ফিরে গেলেন উত্তরবঙ্গে। মাদারিহাটের সভা থেকে তার জন্য ক্ষমাও চাইলেন তিনি।

উন্নয়নে গতি আনতে এদিন আবারও আলিপুরদুয়ারকে নতুন জেলা করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আইনী ছাড়পত্র পেলেই আরও একটি নতুন জেলা পাবে রাজ্য। নাইট সেলিব্রেশন সেরেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। মাদারিহাটের সরকারি সভা থেকে উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তুফানগঞ্জ, মাথাভাঙা,আলিপুরদুয়ার,জয়গাঁ,ফালাকাটা সহ জলপাইগুড়ির বেশকিছু প্রকল্পের সূচনা করেন।মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নে গতি আনতে আলিপুরদুয়ারকে নতুন জেলা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন গোটা বিষয়টাই নির্ভর করছে আইনী ছাড়পত্রের ওপর।

শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গেই থাকছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বৈঠকে যোগ দেবেন তিনি।তারপর আদিবাসী উন্নয়ন পর্ষদের বৈঠক। তবে উন্নয়নের কাজ সরকারি কোষাগারে টাকার অভাবের কথাও সামনে আনেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন তিনি।

First Published: Wednesday, June 4, 2014, 22:29


comments powered by Disqus