মুখেযমন্ত্রীর ভাইপো! চড় খেয়েও তাই চুপ পুলিস

মুখেযমন্ত্রীর ভাইপো! চড় খেয়েও তাই চুপ পুলিস

পুলিসকে মারধর করেও মুখ্যমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে পার পেয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার খিদিরপুর মোড়ে ট্রাফিক নিয়ম না মানায় ডব্লিউ বি জিরো সিক্স এইচ ফাইভ সিক্স এইট সিক্স নম্বরের একটি গাড়িকে আটকায় পুলিস।

এরপরই গাড়ি থেকে নেমে ওই ব্যক্তি পুলিসকে মারধর করে। অশ্রাব্য ভাষায় গালাগালিও দেয়। সেই সময় উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ট্রাফিক গার্ডের ওসি, সার্জেন্ট, কনস্টেবল সহ অন্যান্য পুলিস কর্মীরাও। তাঁদের সবাইকে ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। এরপর গাড়ি সহ ওই ব্যক্তিকে আটক করে ওয়াটগঞ্জ থানার পুলিস। কিন্তু মুখ্যমন্ত্রীর ভাইপো পরিচয় দেওয়ায় পুলিস তাঁকে ছেড়ে দেয়।

First Published: Wednesday, February 29, 2012, 14:58


comments powered by Disqus