Last Updated: Wednesday, February 29, 2012, 14:58
পুলিসকে মারধর করেও মুখ্যমন্ত্রীর ভাইপো পরিচয় দিয়ে পার পেয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার খিদিরপুর মোড়ে ট্রাফিক নিয়ম না মানায় ডব্লিউ বি জিরো সিক্স এইচ ফাইভ সিক্স এইট সিক্স নম্বরের একটি গাড়িকে আটকায় পুলিস।