Last Updated: Saturday, May 3, 2014, 19:58
তৃতীয় দফা ভোটের পর কাঠগড়ায় নির্বাচন কমিশন। সমালোচনার মুখে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীরকুমার রাকেশ। বিরোধীদের অভিযোগ, তিরিশে এপ্রিল ভোটে ব্যাপক কারচুপি হলেও ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে কমিশন। সুধীরকুমার রাকেশের অপসারণ দাবি করেছে তারা। এই অবস্থায় বাকি দু-দফা ভোট অবাধ ও শান্তিপূর্ণ করাই নির্বাচনের কমিশনের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটারদের মারধর। অবাধে ছাপ্পা ভোট। নেই কেন্দ্রীয় বাহিনী। বুধবার তৃতীয় দফার নির্বাচনে দিনভর এই ছবি ধরা পড়ে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে নির্বাচন কমিশন ব্যর্থ বলে অভিযোগ করেন বিরোধীরা। গোটা ঘটনায় এখন কাঠগড়ায় রাজ্যের বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ।