Last Updated: December 28, 2013 20:22

আর চার দিন পরই নতুন বছর। সারা পৃথিবীই এখন ছুটি আর উত্সবের মেজাজে। বলিউড তারকারাও ছুটি কাটাতে কেউ গেলেন ফিকেটের বিচে, কেউ বা স্বপ্নশহর দুবাইয়ে। দেখে নেওয়া যাক বছরের প্রথম দিনে কোন তারকা থাকবেন কোথায়-
দীপিকা পাডুকোন-বছরটা দারুন কেটেছে দীপিকার। চারটে ব্লকবাস্টারের পর বছরের শেষটাতো জমিয়ে কাটাতেই হবে। তাই কাজ থেকে ছুটি নিয়ে ২৪ ডিসেম্বরই পরিবারের সঙ্গে মলদীপ পাড়ি দিয়েছেন দীপিকা। ফিরবেন ৩১ তারিখ। মুম্বইতে বন্ধুদের সঙ্গে বর্ষবরণ করবেন দীপিকা।
শাহরুখ খান- বহুদিন পর পরিবারের সঙ্গে ছুটি কাটাতে থাইল্যান্ডের ফুকেটে উড়ে যাচ্ছেন শাহরুখ।
আমির খান-প্রতি বছরের মতো এবারও স্ত্রী কিরণ, ছেলে আজাদ ও বন্ধুদের সঙ্গে নিজের পঞ্চগনির বাড়িতেই বর্ষবরণের সন্ধে কাটাবেন মিস্টার পারফেকশনিস্ট।
মাধুরী দীক্ষিত-বছর শেষে স্বামী ও দুই ছেলের সঙ্গে সিঙ্গাপুরে ছুটি কাটাতে যাচ্ছেন মাধুরী।
অভি-অ্যাশ: আরাধ্যাকে নিয়ে দুবাই যাচ্ছেন অভিষেক, ঐশ্বর্য।
সইফ-করিনা: এখনও হনিমুন পিরিয়ড কাটেনি সইফ-করিনার। বর্ষবরণের জন্য খান দম্পতির পছন্দ তাই সুইজারল্যান্ড।
অক্ষয় কুমার-স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ ও মেয়ে নিতারার সঙ্গে গোয়ার মায়াবী বিচে বর্ষবরণ পালন করবেন অক্ষয়।
করণ জোহর-বন্ধুদের সঙ্গে দুবাইতে থাকবেন করণ।
শহিদ কপূর-আর...রাজকুমার হিট করার পর থেকেই উত্সবের মেজাজে রয়েছেন শহিদ। বর্ষবরণ করতে বন্ধুদের সঙ্গে লস অ্যাঞ্জেলসে যাচ্ছেন শহিদ।
সোনম কপূর-খুবসুরতের শুটিংয়ে রাজস্থানে রয়েছেন সোনম। জানা যাচ্ছে সেখান থেকেই সোজা বন্ধুদের সঙ্গে বর্ষবরণ উদযাপনে গোয় যাচ্ছেন সোনম।
First Published: Saturday, December 28, 2013, 20:22