Last Updated: Monday, April 14, 2014, 19:23
হাতিবাগান, গড়িয়াহাট, নিউ মার্কেট। শেষ বেলায় জমে উঠেছে চৈত্র সেলের বাজার। গরমে ঘেমে-নেয়ে, মানিব্যাগ হাল্কা করে, দুহাত ভর্তি প্যাকেট নিয়ে ঘরে ফেরার সেই চেনা ছবি বছরের শেষ দিনের প়ডন্ত বিকেলে কিংবা সন্ধেয়। CELL PHONE এখন SELL PHONE। তাতে অবশ্য এখনও পুরোপুরি ধাতস্থ হয়নি বাঙালি। চৈত্রের শেষদিনে তাই কলকাতার উত্তর থেকে দক্ষিণে কেনাকাটার ভিড় মনে করিয়ে দেয়, আরও একটা নতুন বছর এল বাঙালির জীবনে।