Last Updated: August 8, 2013 19:24

কিছুদিন আগেই স্পেনে বয়ফ্রেন্ডের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন ক্যাট। সেই ছবি মিডিয়ায় প্রকাশিত হওয়ায় বেজায় চটে খোলা চিঠিও লিখেছেন ক্যাট। তবে মিডিয়াকে নয়, ঘটনার জন্য ক্যাটের অসতর্কতাকেই দায়ী করলেন রনবীরের প্রাক্তন প্রেমিকা দীপিকা।
দীপিকা বলেন, "আমার মনে হয় না ক্যাটরিনার কাউকে দোষ দেওয়া উচিত। আমার সঙ্গে কোনওদিন এরকম কিছু হয়নি। যদি তুমি তারকা হও, তাহলে তোমার নিজেরই সতর্ক থাকা উচিত..."।
ক্যাটরিনার সঙ্গে ঘনিষ্ঠতার জন্যই দীপিকার সঙ্গে সম্পর্ক ভেঙেছিল রনবীরের। পর সেই কথা স্বীকারও করেছিলেন রনবীর। তবে সম্পর্ক ভাঙার পর থেকেই ভাল বন্ধু দুজনে। এবারে আবার সেই কারণ অভিমান হবে না তো ক্যাটের?
First Published: Thursday, August 8, 2013, 19:24