Last Updated: September 24, 2013 13:31

দিল্লি গণধর্ষণকাণ্ডে ফাঁসির আদেশের যৌক্তিকতা নিয়ে আলোচনা ডে টু ডে বেসিসে শুনবে হাইকোর্ট। বুধবার থেকে দিল্লি হাইকোর্টে মামলার শুনানি শুরু হবে। বিচারপতি রেভা খাত্রাপা নেতৃত্বে এক সদস্যের বেঞ্চ মঙ্গলবার এই নির্দেশ জারি করেছেন।
সোমবার সাজা প্রাপ্ত দোষীদের নামে প্রডাক্সন ওয়ারেন্ট জারি হয়। চলতি মাসের ১৩ তারিখ মুকেশ (২৬), অক্ষয় ঠাকুর (২৮), পবন গুপ্ত (১৯) এবং বিনয় শর্মাকে (২০) সাকেট কোর্টে ধর্ষণকেণ্ডে দোষীদের ফাঁসির হুকুম দেয়। সেই নির্দেশ হাইকোর্টের নিশ্চয়তা পাওয়ার পেলা এবার। বিরলতম অপরাধের যুক্তিতে চার জনকে ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত।
এই ঘটনার অন্যতম অভিযুক্ত রাম সিংয়ের আগেই মৃত্যু হয়েছে। গত মার্চে তিহার জেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। অন্য এক নাবালক দোষীকে ৩১ অগাস্ট ৩ বছরের জন্য সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেয় জুবেনাইল আদালত।
First Published: Tuesday, September 24, 2013, 13:31