Last Updated: Monday, August 26, 2013, 18:52
ধর্ষণের মামলায় দোষী সাব্যস্তের ফাঁসির আদেশ দিল বোলপুর আদালত। দোষী প্রমাণিত বিনয় কুমার মাঝি। ২০০৯ সালের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে নানুর সাওতা গ্রামে। ধর্ষণ করে খুন করা হয় নাবালিকাকে। ওই ঘটানায় ফাঁসির সাজা শোনাল আদালত।