অত্যন্ত সঙ্কটে দিল্লির ধর্ষিতা, রয়েছেন সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায়

অত্যন্ত সঙ্কটে দিল্লির ধর্ষিতা, রয়েছেন সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায়

অত্যন্ত সঙ্কটে দিল্লির ধর্ষিতা, রয়েছেন সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় সিঙ্গপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আরও অবনতি হল দিল্লির ধর্ষিতার শারীরিক অবস্থার। তাঁর একাধিক বিকল হয়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন চিকিত্সকরা। এই মুহূর্তে তাঁকে সর্বোচ্চ জীবনদায়ী ব্যবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সিইও কেভইন লো। সবরকম চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকরা। তরুণীর সঙ্গে রয়েছে তাঁর পরিবার।

ইতিমধ্যেই তিনি একবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছেন হাসপাতালের সিইও। এদিনই মেডিক্যাল বুলেটিনে লো জানান হৃদরোগে আক্রান্ত হওয়া ছাড়াও ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তীব্র আঘাত রয়েছে মস্তিষ্কেও। সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার আগেই দিল্লিতে নির্যাতিতার শরীরে তিনবার অস্ত্রোপচার হয়েছে। সিঙ্গাপুরের হাসপাতালে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিত্সকদের একটি দল তরুণীর দেখভালের দায়িত্বে রয়েছেন।

দিল্লির সফদরজঙ্গ হাসপাতালে শারীরিক পরিস্থিতির অত্যন্ত দ্রুত অবনতি হওয়ায়, গত পরশুই নির্যাতিতাকে সিঙ্গাপুর নিয়ে গিয়ে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। তরুণীর সঙ্গে তাঁর পরিবারও এখন সিঙ্গাপুরে। তাঁদের সাহায্য করতে ও সবরকম গোপনীয়তা রক্ষার স্বার্থে ভারতীয় দূতাবাসের একজন অফিসারকে ২৪ ঘণ্টার জন্য নিযুক্ত করেছে বিদেশমন্ত্রক।

First Published: Friday, December 28, 2012, 22:15


comments powered by Disqus