Last Updated: January 7, 2013 19:09

নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খানকে নিজেদের ক্লাবের অংশীদার করার প্রস্তাব পুনর্বিবেচনা করতে পারে ডেম্পো কর্তৃপক্ষ। গত মরসুমে নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতের চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব ডেম্পো স্পোর্টস নিজেদের কিছু শেয়ার কিং খানকে বিক্রি করার প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাবে প্রাথমিকভাবে সায়ও দিয়েছিলেন শাহরুখ খান।
কিন্তু চূ়ড়ান্ত চুক্তি হওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে কিং খানের সময়ের অভাব। চুক্তিমত বছরে ডেম্পোর আট থেকে দশটি ম্যাচে মাঠে থাকার কথা শাহরুখের। কিন্তু সময়ের অভাবে তা হয়ে উঠবে না কিং খানের। ডেম্পো কর্তৃপক্ষকে তা জানিয়েও দিয়েছেন শাহরুখ। ডেম্পো কর্তারা চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও শোনা যাচ্ছে ডেম্পো-শাহরুখ চুক্তি সম্ভবত বাস্তবায়িত হচ্ছে না।
First Published: Monday, January 7, 2013, 19:09