Don’t have the numbers to form govt in Delhi, won’t indulge in horse trading: AAP

দিল্লিতে সরকার গঠনের সংখ্যা নেই, ঘোড়া বেচার ইচ্ছেও নেই: আম আদমি পার্টি

দিল্লিতে সরকার গঠনের সংখ্যা নেই, ঘোড়া বেচার ইচ্ছেও নেই: আম আদমি পার্টিউপরাজ্যপালের সঙ্গে দেখা করার পরই দিল্লির সরকার গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আম আদমি পার্টি। শুক্রবার সাংবাদদিকদের যোগেন্দ্র যাদব জানান, "উপরাজ্যপাল আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা কাল ১০টা ৩০-এ তাঁর সঙ্গে দেখা করব। সরকার গঠন নিয়ে তখনই কথা হবে।"

আম আদমি পার্টি নেতা আরও বলেন, "আমরা তাঁর আমন্ত্রণকে সমর্থন জানাই। আমাদের নেতা অরবিন্দ কেজরিওয়াল যদিও অসুস্থ। আমরা আমাদের দলের অবস্থান তখনই স্পষ্ট করব।" তবে আম আদমি যে বিধায়ক কেনাবেচা করবে না সে কথা স্পষ্ট করে দেন যাদব।

তিনি আরও বলেন, "রাজ্যপালকে চিঠি দেওয়ার পরই আমরা সাংবাদিকদের সিদ্ধান্তের কথা জানাব।" তবে দিল্লির সরকার গঠন নিয়ে এখনও কিছুই স্পষ্ট করে বতলে চাননি আপ মুখপাত্র।



First Published: Friday, December 13, 2013, 18:32


comments powered by Disqus