Last Updated: February 18, 2014 22:44

ইস্টবেঙ্গল (০) চার্চিল ব্রার্দাস (০)
আই লিগে জয় অধরা ইস্টবেঙ্গলের। যুবভারতীতে চার্চিল ব্রাদার্সের সঙ্গে ০-০ ভাবে ম্যাচ শেষ করলেন মেহতাব-রা। চিড্ডি-মোগাদের স্বার্থপর ফুটবলে বিরক্ত কোচ আর্মান্দো কোলাসো।
ইস্টবেঙ্গলের খারাপ সময় চলছেই। ফেড কাপ আর শিল্ডে ব্যর্থতার পর আই লিগের শেষপর্বের প্রথম ম্যাচেও জয় অধরা থেকে গেল লাল-হলুদের। সুভাষ ভৌমিকের চার্চিল ব্রাদার্সের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করল আর্মান্দো কোলাসোর দল।
ম্যাচের প্রথমার্ধে চার্চিলের সাবানা,উলফ-রা দাপটে ফুটবল খেললেও, দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় ইস্টবেঙ্গল। গোলের একাধিক সুযোগও তৈরি করে তারা। কিন্তু চিড্ডি-মোগাদের গোল নষ্টের বহরে বিপক্ষের জালে বল জড়াতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। আগামী সময়ে স্ট্রাইকারদের গোলে ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে আর্মান্দোর সামনে। চার্চিলের সঙ্গে ড্র করায় ১২ ম্যাচে ১৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিছুটা হলেও পিছিয়ে পড়ল লাল-হলুদ।
First Published: Tuesday, February 18, 2014, 22:46