Last Updated: Wednesday, December 26, 2012, 18:10
ইদানিং হারটা এত অভ্যাস হয়ে গেছে যে কোনও দিন মোহনবাগানের জয়ের খবরটা ব্রেকিং নিউজে অনায়াসে জায়গা পেয়ে যাবে। আর সেই জয়ে যদি গোলদাতার নাম হিসাবে টোলগে থাকেন তাহলে কথাই নেই। বডদিনের পরদিন কলকাতা প্রিমিয়ার লিগের খেলায় ঠিক তাই হল। মোহনবাগান বড় জয় পেল। তার চেয়েও বড় কথা কোটি টাকার স্ট্রাইকার যাকে নিয়ে মরসুমে আগে একেবারে যুদ্ধ করতে হল সেই টোলগে গোল পেলেন। মোহনবাগান ৪-০ গোল জিতল পুলিস এসির বিরুদ্ধে।