অর্ডিনান্সের বিরোধিতায় সরব পড়ুয়ামহল, Education ordinance

অর্ডিনান্সের বিরোধিতায় সরব পড়ুয়ামহল

অর্ডিনান্সের বিরোধিতায় সরব পড়ুয়ামহলশিক্ষাক্ষেত্রে রাজ্য সরকার যে অর্ডিনান্স আনতে চলেছে, তার বিরোধিতায় সোমবার ফের পথে নামলেন ছাত্রছাত্রীরা। এসইউসিআই এর ছাত্র সংগঠন এআইডিএসও-র
তরফে সোমবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানো হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পর সংগঠনের ছাত্রছাত্রীরা কলেজস্ট্রিট চত্বরে
প্রতিবাদ মিছিল করেন। অর্ডিনান্সের প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা, বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখার ছাত্রছাত্রীরাও বিক্ষোভ দেখান। ছাতছাত্রীদের দাবি, কোর্ট ও
কাউন্সিলে তাঁদের প্রতিনিধিত্ব রাখতে হবে। বিশ্ববিদ্যালয় চত্বরে প্রতিবাদ মিছিলের পর ছাত্রছাত্রীরা এইট-বি বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ করেন।

First Published: Monday, October 24, 2011, 17:23


comments powered by Disqus