Last Updated: Monday, November 4, 2013, 18:47
ফেল করলে দাঁড়ানো যাবে না নির্বাচনে। শুধু তাই নয়, ক্লাসে উপস্থিতির হার হতে হবে ৭৫%। ছাত্র সেনেট তৈরির ক্ষেত্রে এমন নিয়মই বাধ্যতামূলক করছে শিবপুর বিশ্ববিদ্যালয়। প্রথাগত নির্বাচনের পথে না হেঁটে ছাত্র সংসদের বদলে ছাত্র সেনেট তৈরির সিদ্ধান্ত আগেই নিয়েছিল শিবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়মে রয়েছে, শিবপুরে যে কটি শাখায় ইঞ্জিনিটয়ারিং পড়ানো হয়, সেই প্রত্যেক শাখা থেকে ছাত্রদের নিয়ে তৈরি হবে অ্যাকাডেমিক সোসাইটি। এই অ্যাকাডেমিক সোসাইটি থেকে নির্বাচিত ছাত্রদের নিয়ে তৈরি হবে ত্রিস্তরীয় স্টুডেন্ট সেনেটের জেনারেল কাউন্সিল । কিন্তু যেকোনও ছাত্রই অ্যাকাডেমিক সোসাইটির নির্বাচনে দাঁড়াতে পারবেন না। বিশ্ববিদ্যালয়ের নতুন নিয়ম বলছে