মিরিকে পুরনির্বাচন, Election in Mirik

মিরিকে পুরনির্বাচন

Tag:  Election Mirik poll vote booth
মিরিকে পুরনির্বাচন সকাল থেকেই মিরিকের প্রতিটি বুথের বাইরে লম্বা লাইন। শান্তিপূর্ণভাবে চলেছে ভোটগ্রহণ। দুহাজার চারে শেষবার পুর নির্বাচন হয়েছিল মিরিকে। ২০০৯ এর পর ফের এবছর মিরিকে পুর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মিরিকে গোর্খা জনমুক্তি মোর্চার সঙ্গে লড়াই মোর্চা বিরোধী নির্দলের। বিশেষ সূত্রের খবর, মোর্চার গোষ্ঠীদ্বন্ধের জেরে কয়েকজন সদস্য সুভাষ ঘিসিং এর জিএনএলএফের সঙ্গে হাত মিলিয়ে নির্দল প্রার্থী হিসাবে ভোট লড়ছেন। নির্বাচনকে ঘিরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা।

First Published: Sunday, December 11, 2011, 21:27


comments powered by Disqus