সংঘর্ষে মৃত দাঁতাল

সংঘর্ষে মৃত দাঁতাল

সংঘর্ষে মৃত দাঁতাল বক্সার জঙ্গলে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক দাঁতালের দেহ। জঙ্গলের পোড়োবিট এলাকার ৫ নম্বর কম্পার্টমেন্টে টহল দেওয়ার সময়ে হাতিটির দেহ দেখতে পান বনকর্মীরা। দেহে আঘাতের চিহ্ন দেখে অনুমান, সম্ভবত আরেকটি দাঁতালের সঙ্গে সংঘর্ষেই মৃত্যু হয়েছে হাতিটির। হাতিটি শুক্রবার রাতেই মারা গিয়েছে বলে অনুমান করছেন বনকর্মীরা। দেহটিতে ইতিমধ্যেই পচন ধরেছে।

মৃত্যুর সঠিক সময় ও কারণ অনুসন্ধান করতে হাতির দেহের ময়নাতদন্ত করা হবে। তবে, হাতিটির দাঁতদুটি অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। সেকারণে চোরাশিকারির হাতে যে হাতিটির মৃত্যু হয়নি সে বিষয়ে একরকম নিশ্চিত বন দফতরের আধিকারিকরা।

First Published: Saturday, April 14, 2012, 17:37


comments powered by Disqus