Last Updated: Saturday, April 14, 2012, 17:37
বক্সার জঙ্গলে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক দাঁতালের দেহ। জঙ্গলের পোড়োবিট এলাকার ৫ নম্বর কম্পার্টমেন্টে টহল দেওয়ার সময়ে হাতিটির দেহ দেখতে পান বনকর্মীরা। দেহে আঘাতের চিহ্ন দেখে অনুমান, সম্ভবত আরেকটি দাঁতালের সঙ্গে সংঘর্ষেই মৃত্যু হয়েছে হাতিটির। হাতিটি শুক্রবার রাতেই মারা গিয়েছে বলে অনুমান করছেন বনকর্মীরা। দেহটিতে ইতিমধ্যেই পচন ধরেছে।