ইপিএলে কলকাতা ডার্বির প্রতিচ্ছবি

ইপিএলে কলকাতা ডার্বির প্রতিচ্ছবি

ইপিএলে কলকাতা ডার্বির প্রতিচ্ছবিকলকাতা ডার্বি একেবারে ফটোকপি হল ম্যানচেস্টার ডার্বিতে। তবে ম্যান ইউ বা ম্যান সিটি কেউই দল তুলে নেননি। কলকাতা ডার্বি ম্যাচে সমর্থকদের ছোঁড়া ইটে আহত হয়ে হাসপাতালে ভর্তি রহিম নবি। আর কলকাতা ডার্বির কয়েক ঘন্টা পরে শুরু হওয়া ম্যানচেস্টার ডার্বিতে সমর্থকদের ইঁটের আঘাতে মাথা ফাটল রিও ফার্দিনান্দের।

তবে মোহনবাগানের মত ম্যান ইউ নিরাপত্তার কারন দেখিয়ে দল তুলে নেয়নি। তখন ম্যাচ শেষ হতে বাকি আর কয়েক মিনিট। ম্যান সিটির বিরুদ্ধে বদলার ম্যাচে ৩-২ এগিয়ে ম্যান ইউ।সঙ্গে সঙ্গে ফার্দিনান্দকে মাঠ থেকে বার করে নিয়ে আসা হয়।

First Published: Monday, December 10, 2012, 12:06


comments powered by Disqus