Last Updated: Monday, December 10, 2012, 12:06
কলকাতা ডার্বি একেবারে ফটোকপি হল ম্যানচেস্টার ডার্বিতে। তবে ম্যান ইউ বা ম্যান সিটি কেউই দল তুলে নেননি।
কলকাতা ডার্বি ম্যাচে সমর্থকদের ছোঁড়া ইটে আহত হয়ে হাসপাতালে ভর্তি রহিম নবি। আর কলকাতা ডার্বির কয়েক
ঘন্টা পরে শুরু হওয়া ম্যানচেস্টার ডার্বিতে সমর্থকদের ইঁটের আঘাতে মাথা ফাটল রিও ফার্দিনান্দের।