Last Updated: January 18, 2012 16:03

কৃষকের পর এবার রাজ্যে আত্মঘাতী হলেন এক খেতমজুর। বর্ধমানের কালনার উপলতি গ্রামের খেতমজুর বচ্চন বাস্কে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। তাঁর পরিবারের অভিযোগ, কৃষি সঙ্কটের জেরে গ্রামে বোরো চাষ ও আলু চাষ প্রায় বন্ধ। তাই কোনও কাজ পাচ্ছিলেন না বচ্চন। অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের দাবি। তবে স্থানীয় প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, অভাবের তাড়নায় নয়, পারিবারিক বিবাদের জেরে আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি।
ধানের দাম মিলছে না। আলুচাষেও ক্ষতির মুখে কৃষক। গ্রামবাসীদের অভিযোগ ক্ষতির মুখে পড়ে শীতের মরসুমে কোথাও কোথাও বন্ধ বোরো চাষও। তাই কয়েক মাস ধরে আর কাজ পাচ্ছিলেন না বর্ধমানের কালনার উপলতি গ্রামের ভূমিহীন খেতমজুর বচ্চন বাস্কে। অভাবের তাড়নায় দুবেলা অন্নের সংস্থানও কঠিন হয়ে পড়েছিল বচ্চন বাস্কের কাছে।
মঙ্গলবারই কীটনাশক খান বচ্চনবাবু। কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। বুধবার সেখানেই মৃত্যু হয় ওই খেতমজুরের।
তবে স্থানীয় প্রশাসনের দাবি, অভাবের তাড়না নয়, পারিবারিক অশান্তি এর জন্য দায়ী।
First Published: Thursday, January 19, 2012, 08:40