Last Updated: Tuesday, May 7, 2013, 10:58
কালনায় আদিবাসী মহিলাকে ধর্ষণের ঘটনায় ধরা পড়ল মূল অভিযুক্ত। ধৃতের নাম সুবোধ হেমব্রম। আজ সকালে তাকে গ্রেফতার করে কালনা থানার পুলিস। গতকাল বর্ধমানের কালনার বাধাগাছি গ্রামে মাঠে কাজ করার সময় বন্দুক দেখিয়ে ওই মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কালনা থানার অভিযোগ দায়েরের পর সঞ্জয় মুর্মু নামে একজনকে গ্রেফতার করে পুলিস। ধৃত দুজনকে আজ কালনা মহকুমা আদালতে তোলা হবে। এখনও অধরা অন্য এক অভিযুক্ত। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।