কৃষ্ণেন্দু নারায়ণের বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন

কৃষ্ণেন্দু নারায়ণের বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন

কৃষ্ণেন্দু নারায়ণের বিরুদ্ধে এফআইআর করল নির্বাচন কমিশন নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে পর্যটনমন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর নামে এফআইআর করল নির্বাচন কমিশন। উপনির্বাচনে মালদহের ইংরেজবাজার কেন্দ্রের তৃণমূল প্রার্থী তিনি।

ভোট প্রচারে সরকারি সম্পত্তি ব্যবহার, প্রশাসনকে কাজে লাগানো সহ সহ একাধিক অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হয়েছে। সোমবার রাতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার। কয়েকদিন আগে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ জানিয়েছিল জেলা বামফ্রন্ট। সেই অভিযোগের ভিত্তিতেই ব্যবস্থা নিল রাজ্য নির্বাচন কমিশন। তাঁদের নির্দেশেই এফআইআর করেন ওই কেন্দ্রের  রিটার্নিং অফিসার, মালদহ সদরের মহকুমা শাসক।

First Published: Tuesday, February 19, 2013, 09:46


comments powered by Disqus