Last Updated: December 3, 2012 22:01

আগামী বুধবার থেকে রাজ্যে নতুন মিনিবাস ভাড়া চালু হচ্ছে। রাজ্য সরকারের ঘোষণামতো প্রতি স্টেজে ১ টাকা করে ভাড়া বাড়ানোর শর্তেই রাজি হয়েছে মিনিবাস মালিক সংগঠনগুলি। আপাতত এই ভাড়ায় রাজি হলেও, ভাড়া পুনর্বিবেচনার দাবি থেকে সরছেন না মিনিবাস মালিকরা। সরকার ভাড়া না বাড়ালে জানুয়ারি থেকে আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।
বাসভাড়া বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হওয়ায়, তা সংশোধন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত ১৬ নভেম্বর প্রতি স্টেজে ১ টাকা করে ভাড়া বাড়ানোর ঘোষণা হয়। কিন্তু মিনিবাস সংগঠন তা মানতে চায়নি। সংগঠনের দাবি ছিল, প্রথমবারের ঘোষণা মতোই বর্ধিত ভাড়া নেওয়া হোক। সেইমতো যাত্রীদের কাছ থেকে পুরনো হারেই ভাড়া সংগ্রহ করা হচ্ছিল। সোমবার সেই অবস্থান থেকে সরে এল মিনিবাস সংগঠন। তাঁরা জানিয়েছে, ৫ ডিসেম্বর থেকে সরকারের নির্দেশ মেনেই বর্ধিত বাসভাড়া নেওয়া হবে।
ভাড়া বৃদ্ধির জন্য সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে মিনিবাস সংগঠন। ডিসেম্বর মাসটা দেখে নিয়ে জানুয়ারি থেকে ফের আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছে তাঁরা। সংগঠনের অভিযোগ, কর্পোরেট হাউসকে সুবিধা করে দিতে মিনিবাস পরিষেবা তুলে দিতে চাইছে সরকার। সেকারণে জেলার মিনিবাস সংগঠনগুলির কাছে সংশোধিত ভাড়ার তালিকা পাঠানো হচ্ছে না।
First Published: Monday, December 3, 2012, 22:01