Last Updated: February 24, 2014 21:15

শাহরুখ, সলমন, আমিরের জনপ্রিয়তাকে টেক্কা দিয়ে এরমধ্যেই বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি টু স্টেটস। চেতন ভগতের গল্পো অবলম্বনে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হল। ছবিতে উত্তর ভারতের ছেলের ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কপূর ও দক্ষিণ ভারতের মেয়ের ভূমিকায় আলিয়া ভট।
অভিষেক বর্মন পরিচালিত ছবি যৌথভাবে প্রযোজনা করেছেন করণ জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালা। এই ছবিতে প্রথমবারের জন্য পর্দায় একসঙ্গে আসছেন অর্জুন ও আলিয়া। দুই নবাগতর জুটি পর্দায় দেখতে আগ্রহ দর্শকও। করণ জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার দিয়ে বলিউডে আত্মপ্রকাশের পর হাইওয়ে ছবিতে আলিয়ার অভিনয় প্রশংসা কুড়িয়েছে।
অন্যদিকে যশরাজ ফিল্মের ব্যানারে ইশাকজাদে ছবিতে অর্জুনের আত্মপ্রকাশ প্রশংসা পেলেও পরের ছবি অওরঙ্গজেব বক্সঅফিসে মুখথুবড়ে পড়ে। তবে তৃতীয় ছবি এরমধ্যেই একশো কোটির ব্যবসা করে ফেলেছে। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাচ্ছে টু স্টেটস।
First Published: Monday, February 24, 2014, 21:15