Last Updated: Monday, February 24, 2014, 21:15
শাহরুখ, সলমন, আমিরের জনপ্রিয়তাকে টেক্কা দিয়ে এরমধ্যেই বছরের অন্যতম প্রতিক্ষীত ছবি টু স্টেটস। চেতন ভগতের গল্পো অবলম্বনে ছবির প্রথম পোস্টার প্রকাশিত হল। ছবিতে উত্তর ভারতের ছেলের ভূমিকায় অভিনয় করছেন অর্জুন কপূর ও দক্ষিণ ভারতের মেয়ের ভূমিকায় আলিয়া ভট।