Last Updated: Saturday, August 18, 2012, 21:08
এমন একটা সময় ছিল যখন বি-টাউনের `হটেস্ট` জুটি ছিলেন ঋত্বিক রোশান ও করিনা কাপুর। জুটি বেঁধে প্রচুর সিনেমায় অভিনয় করেছেন তাঁরা। `কভি খুশী কভি গম`, `ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ`, `ইয়াদে`-এর মতো বেশ কিছু হিট ছবি উপহার। তবে কালের সঙ্গে সঙ্গেই ধীরে ধীরে মরচে ধরেছিল তাঁদের জুটিতে। প্রায় দশ বছর হয়ে গেল দর্শক তাঁদের একসঙ্গে রূপোলী পর্দায় দেখেননি। তবে বলিউডে গুঞ্জন খুব তাড়াতাড়িই সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। শোনা যাচ্ছে, করণ জোহরের নতুন ফিল্মে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন বেবো।