Last Updated: November 24, 2013 19:59
বহরমপুরে অধীর গড় কি অটুট থাকছে? হাওড়া পুরসভা কি নিজেদের দখলে রাখতে পারবে বামেরা। নাকি হাওড়ার দখল নেবে তৃণমূল? জানা যাবে কাল সকালেই। বহরমপুর, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, হাওড়া ও মেদিনীপুর এই পাঁচটি পুরসভার ভোটগণনা আগামীকাল। ভোট গণনা শুরু সকাল আটটা থেকে।
রাজ্যের আরও ২৩টি পুরসভার ঊনত্রিশটি ওয়ার্ডেরও ভোট গণনা কাল।
সবমিলিয়ে মোট ১৭৪টি ওয়ার্ডের ভোটগণনা ঘিরে এখন চূড়ান্ত ততপরতা। প্রতিটি গণনা কেন্দ্রেই থাকছে সিসিটিভি। হাওড়া বাদে প্রতিটি গণনা কেন্দ্রে দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। হাওড়ার গণনা হবে ডুমুরজলা স্টেডিয়ামে । সেখানে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। তৃণমূল কংগ্রেস নেতা মুকুল রায়ের দাবি, ১৭৪টি ওয়ার্ডের কমপক্ষে ৬৩ শতাংশ আসন তৃণমূলের দখলে থাকবে।
First Published: Sunday, November 24, 2013, 19:59