Last Updated: June 4, 2013 15:58

গড়াপেটার শিকড় এবার সীমানা ছাড়িয়ে বাংলাদেশ অবধি বিস্তৃত হল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আশরাফুলকে সাসপেন্ড করা হল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসান জানিয়েছেন ``যেহেতু আশরাফুল নিজে তাঁর অপরাধ স্বীকার করে নিয়েছেন, তাই পূর্নাঙ্গ তদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত আশরাফুলকে যে কোনও ফরম্যাটের ক্রিকেট খেলার অনুমতি আমরা দিতে পারি না।``
বিপিএল-এর দ্বিতীয় দফায় ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংস ও বরিশাল বার্নাসের সঙ্গে খেলায় আশরাফুল ফিক্সিংয়ে জড়িত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে বরিশাল বার্নাসের সঙ্গে ম্যাচ হারার জন্য আশরাফুল ১২ হাজার ৮০০ ডলারের চেক পান। কিন্তু আশরাফুলের সেই চেক বাউন্স করে।
First Published: Tuesday, June 4, 2013, 15:58