Last Updated: Thursday, July 3, 2014, 09:42
প্রায় শেষের পথে বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা নিয়ে ক্রমশই রহস্য বাড়ছে। ক্যামেরুনেরর সাত ফুটবলার এব্যাপারে কাঠগড়ায় রয়েছেন। এবার গড়াপেটার আগুনে নতুন করে ঘি ঢালল জার্মান ম্যাগাজিন দের স্পিগেল। তাদের চাঞ্চল্যকর দাবি, ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচের সঠিক ভবিষ্যবাণী করেছিলেন বিখ্যাত ম্যাচ ফিক্সার উইলসান রাজ পেরুমল। বিশ্বকাপে ম্যাচ গড়াপেটা নিয়ে ক্রমশই রহস্য বাড়ছে। ইতিমধ্যেই সাতজন ক্যামেরুণ ফুটবলারের নাম জড়িয়েছে গড়াপেটায়। এই তালিকায় এবার নতুন নাম উইলসান রাজ পেরুমলের। সিঙ্গাপুরের বিখ্যাত ম্যাচ ফিক্সার তিনি। আর পেরুমলের নাম ওঠায় কপালে ভাঁজ ফিফার এবং ক্যামেরুণ ফুটবল ফেডারেশনের। জার্মান ম্যাগাজিন দের স্পিগেল দাবি করেছে বিশ্বকাপে ক্যামেরুণ-ক্রোয়েশিয়া ম্যাচে কোনও না কোনও ভাবে জড়িয়ে আছেন পেরুমল। বর্তমানে হাঙ্গারির একটি জেলে রয়েছেন তিনি। কিন্তু মনে করা হচ্ছে জেল থেকেই অপারেট করছেন পেরুমল। জার্মান ম্যাগাজিনের দাবি ক্যামেরুন-ক্রোয়েশিয়া ম্যাচের আগে ফেসবুকের মাধ্যমে পেরুমলের সঙ্গে তাদের কথা হয়েছিল। কথোপকথনে পেরুমল দাবি করেছিলেন......