Last Updated: Friday, April 18, 2014, 11:51
গতবারের আইপিএল কলঙ্কের কমলা টুপির অগ্রাধিকার পেয়েছিলেন শ্রীসন্থ। অনেক টানাপড়েন, আশঙ্কা, উত্কন্ঠার দিন কাটিয়ে শ্রীসন্থ সহ আরও দুই অনামী ক্রিকেটার অবশেষে শ্রীঘরে ঠাঁই পেয়েছিলেন। কিন্তু কান টানলে যে মাথা আসে সেই গল্পটা আজ অনেকের জানা হয়ে গেছে। বিন্দু দারা সিং, চেন্নাই সুপার কিংসের অধিপতি গুরুনাথ মিয়াপ্পন পর্দার পিছনে `কলঙ্কিত আইপিএলে`র অনেক চিত্রনাট্য লিখেছেন। এখন প্রশ্ন এই চিত্রনাট্যের অন্যতম নায়ক কে?