Last Updated: March 8, 2014 22:38

কাজ নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর অভিযোগ, বর্তমান সরকারের আমলে রাজ্যে কোনও উন্নতিই হয়নি। আজ নদিয়ার রানাঘাটে নির্বাচনী প্রচারে যান সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বলেন, একমাত্র তৃতীয় ফ্রন্টের পক্ষেই বিকল্প নীতির সরকার দেওয়া সম্ভব।
টাকা দিয়ে বিধায়কদের কিনে নেন মুখ্যমন্ত্রী। কিনে নিতে পারেন খবরের কাগজও। আজ রানাঘাটে নির্বাচনী প্রচারে গিয়ে এমনই তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। কড়া সমালোচনা করেন নরেন্দ্র মোদীরও।কংগ্রেস, বিজেপি বা অন্য কোনও জোট নয়, একমাত্র তৃতীয় ফ্রন্টের পক্ষেই বিকল্প নীতির সরকার দেওয়া সম্ভব। আজ নদিয়ার রানাঘাটে নির্বাচনী প্রচারে এমনটাই বললেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। একই সঙ্গে তিনি বলেন, কংগ্রেসের বিকল্প কোনওভাবেই বিজেপি হতে পারে না।
First Published: Saturday, March 8, 2014, 22:38