ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে জল ও সস্তায় বিদ্যুতের প্রতিশ্রুতি কেজরিওয়ালের, দিল্লির তখ

ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে জল ও সস্তায় বিদ্যুতের প্রতিশ্রুতি কেজরিওয়ালের, দিল্লির তখতে বসার পর কতটা কথা রাখবে `আপ`? চলছে জল্পনা

ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে বিনামূল্যে জল ও সস্তায়  বিদ্যুতের প্রতিশ্রুতি   কেজরিওয়ালের, দিল্লির তখতে বসার পর কতটা কথা রাখবে `আপ`? চলছে জল্পনা রাজধানীর মসনদে আম আদমি পার্টির বসা এখন নিশ্চিত। এখন সবার চোখ মুখ্যমন্ত্রী হতে চলা। অরবিন্দ কেজরিওয়ালের দিকে। ভোটের আগে প্রকাশিত দলের ম্যানিফেস্টো অনুযায়ী দিল্লির প্রতি বাড়িতে ৭০০ লিটার ফ্রি জল আর সস্তায় বিদ্যুৎ সরবারহ করার কথা। যে কংগ্রেসের সমর্থনে দিল্লির তখত দখলে এল, প্রতিশ্রুতি অনুযায়ী দুর্নীতিতে জড়িত থাকায় অভিযুক্ত কিছু কংগ্রেস নেতার বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করার কথা শপথ নেওয়ার পরেই। কেজরিওয়াল এন্ড কোম্পানি কতখানি প্রতিশ্রুতি পূরণে সমর্থ হবে তাই নিয়ে এখন রাজধানীর প্রতিটি অলিগলিতে আলোচনা তুঙ্গে।

বুধবার আপ সুপ্রিমো ঘোষণা করেছেন ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যে তাঁর সরকার দিল্লির প্রতিটি বাড়িতে বিনামূল্যে ৭০০ লিটার জল সরবারহের ব্যবস্থা করবে। কেজরিওয়াল ও তাঁর মন্ত্রীরা আগামী ২৮ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে শপথ নেবেন।

আপ নেতা কর্মীরা ভালই জানেন ক্ষমতায় আসার পর তাঁদের প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখবে কংগ্রেস ও বিজেপি। সমালোচনার ছোট্ট সুযোগও তাঁরা ছেড়ে দেবেন না। ম্যানিফেস্টোতে প্রস্তাবিত প্রতিশ্রুতি সমূহ খানিক এদিক ওদিক হলেই রে রে কড়ে তেড়ে আসবেন বিরোধীরা।

তবে শুধু বিরোধীরাই নন, দিল্লিবাসীরাও প্রত্যাশার জাল বুনেছেন আপ কে নিয়ে। বিধানসভা নির্বাচনে ব্যালট বক্সে তারই প্রতিফলন দেখা গেছে।

ম্যানিফেস্টো তে বর্ণিত প্রতিশ্রুতিগুলি পালনের জন্য কংগ্রেস ইতিমধ্যেই কেজরিওয়ালের দলকে ৩ মাস ডেড লাইন দিয়েছে।

বিজেপি আম আদমির প্রতিশ্রুতিগুলিকে অবাস্তব আখ্যা দিয়েছে।

আগামী শনিবার পাহাড় প্রমাণ প্রত্যাশার চাপ সঙ্গে করে দিল্লির রামলীলা ময়দান থেকে রাজধানীর সপ্তম মুখ্যমন্ত্রী রূপে শপথ নিতে চলেছেন কেজরিওয়াল। এই রামলীলা ময়দানে একদা গুরু আন্নার অনশন মঞ্চ থেকেই উত্থান হয়েছিল কংগ্রেসের।


First Published: Thursday, December 26, 2013, 11:38


comments powered by Disqus