ফ্রুট ইয়োগার্ট স্যালাড

ফ্রুট ইয়োগার্ট স্যালাড

ফ্রুট ইয়োগার্ট স্যালাডগরমে শরীর ঠিক রাখতে সবার আগে প্রয়োজন হালকা খাবার খাওয়া। আর হালকা খেতে ফল আর দইয়ের জুরি মেলা ভার। সেইদুটো উপকরণকেই একসঙ্গে মিলিয়ে খেতে পারেন ফ্রুট ইয়োগার্ট স্যালাড। গরমের জন্য যেমন ভাল, তেমনই ক্যালরি মেপে খেতে চাইল এই স্যালাডের চাহিদা প্রথম দিকেই থাকবে।

কী কী লাগবে

ক্রিমি লাইম পাই ইয়োগার্ট-১৬ আউন্স
ফ্রেশ অরেঞ্জ জুস-২ টেবিল চামচ
টাটকা আনারস- ২ কাপ
স্ট্রবেরি-১ কাপ(অর্ধেক করে কাটা)
সবুজ আঙুর-২ কাপ
কালো আঙুর-১ কাপ
খোলায় নাড়া নারকেল কোরা-১/৪ কাপ


কীভাবে বানাবেন

ইয়োগার্ট আর অরেঞ্জ জুস একসঙ্গে মিশিয়ে সরিয়ে রাখুন। বড় কাঁচের বাটিতে প্রথমে আনারাস, তারপর একে একে স্ট্রবেরি, সবুজ আঙুর, কালো আঙুর এই পর্যায়ে সাজিয়ে ওপরে ইয়োগার্ট মিশ্রণ ঢেলে দিন। সব শেষে নারকেল কোরা ছড়িয়ে পরিবেশন করুন।

First Published: Friday, May 24, 2013, 22:42


comments powered by Disqus