Last Updated: June 19, 2012 21:38

দেশের আর্থিক ঘাটতির পরিমাণ কমাতে ভর্তূকিতে রাশ টানার পাশাপাশি আরও কিছু কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। মেক্সিকোয় জি-২০ সম্মেলনে একথা জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। ভারতের বাজারে বিদেশি লগ্নিকারীদের আস্থা ফেরাতে উদ্যোগের ওপরও জোর দেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, ইউরোজোনের সঙ্কট যে ভাবে তৃতীয় বিশ্বেও প্রভাব ফেলছে, তা রুখতে অবিলম্বে সক্রিয় পদক্ষেপ নিতে হবে জি-২০-কে। ইউরোজোনে স্থিতিশীলতা আনতে ইতিমধ্যে আইএমএফে একশো কোটি ডলার অনুদান দেওয়ার কথা জানিয়েছে ভারত।
ইউরোজোনের টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি ফের খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছে বিশ্ব অর্থনীতিকে। বর্তমান বিশ্বে ইউরোজোনের সঙ্কট শুধু প্রথম বিশ্বেই সীমাবদ্ধ নয়। এর প্রভাব ছড়িয়েছে তৃতীয় বিশ্বেও। ফলে একদিকে যেমন অর্থনৈতিক অস্থিরতা বাড়ছে, অন্যদিকে মার খাচ্ছে বিনিয়োগকারীদের আস্থা। এই পরিস্থিতিতে জি-২০কে কিছু দৃঢ় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। অর্থনীতিবিদদের মতে, দেশের বর্তমান আর্থিক পরিস্থিতি ইউপিএ সরকারের পক্ষে বড় উদ্বেগের কারণ। গত এক বছরে আর্থিক ঘাটতির পরিমাণ বেড়েই চলেছে। কমেছে জাতীয় উত্পাদনের হারও। এই পরিস্থিতিতে তাই বাধ্য হয়েই মন্দা মোকাবিলায় ভর্তূকিতে রাশ টানার পাশাপাশি আরও কিছু কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী। যদিও ৭ রেসকোর্স রোডের বাসিন্দার বক্তব্য, "অর্থনীতিকে চাঙ্গা করতে ২০০৮ সালে আমরা ঘাটতির পরিমাণ বাড়তে দিয়েছিলাম। এবার আমরা ঘাটতি কমাতে উদ্যোগী হয়েছি। তার জন্য ভর্তুকি নিয়ন্ত্রণের মত কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে।"
মার্কিন আর্থিক মূল্যায়ন সংস্থা ফিচ-এর সাম্প্রতিক রেটিংয়ে ভারতের ঋণযোগ্যতার মান কমেছে। এই পরিস্থিতিতে ভারতীয় বাজারে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর বিষয়ে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী। দেশের বাজারে বিদেশি প্রতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে বলেই মঙ্গলবার জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জিও। এমতাবস্থায় মেক্সিকোয় জি-২০-র মঞ্চে দাঁড়িয়ে দেশকে আর্থিক বৃদ্ধির পথে ফেরাতে সংস্কারমুলক কর্মসূচির ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে তাঁর বক্তব্য, বিশ্ববাজারে স্থিতিশীলতা না ফিরলে, ভারতীয় অর্থনীতিকে বৃদ্ধির পথে ফেরানো কঠিন। এক্ষেত্রে দ্রুত ইউরোজোনে সঙ্কট দুর করার ওপর জোর দেন তিনি। ইউরোজোনের সঙ্কট মোকাবিলায় ইতিমধ্যে বিশ্ব অর্থ ভাণ্ডারে ১০০০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত।
First Published: Tuesday, June 19, 2012, 21:38