Last Updated: December 27, 2012 10:57

দিল্লি গণধর্ষণ নিয়ে বিক্ষোভের মাঝেই সারা দেশ জুড়েই একের পর এক ধর্ষণের ঘটনা সামনে আসছে। এবার গাড়িতে লিফট দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তিনজনের বিরুদ্ধে। বিয়াল্লিশ বছরের ওই মহিলা আদতে জয়পুরের বাসিন্দা। গতকাল রাতে বৃন্দাবন থেকে দিল্লি যাচ্ছিলেন তিনি। সেসময়, লিফট দেওয়ার নাম করে ওই মহিলাকে গাড়িতে তোলে তিনজন।
এদের মধ্যে একজন মহিলার পূর্ব পরিচিত বলে জানা যাচ্ছে। গাড়ি করে ওই তিনজন মহিলাকে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানেই অভিযুক্তরা তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের পর ওই মহিলাকে দিল্লির কালকাজি থানা সংলগ্ন এলাকায় ফেলে দেয় দুষ্কৃতীরা। কাল রাতেই রাত ৯ টা ১৫ নাগাদ এক ব্যক্তি ওই মহিলাকে অচৈতন্য রাস্তায় পরে থাকতে দেখে পুলিসে খবর দেন। জ্ঞান ফেরার পর আক্রান্ত মহিলা কালকাজি থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই তাঁর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। অভিযুক্ত তিনজনের মধ্যে একজনকে আটক করেছে পুলিস। বাকি দুজন এখনও পলাতক।
First Published: Thursday, December 27, 2012, 11:10