Last Updated: Tuesday, December 18, 2012, 17:21
দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণে নিগৃহীতা তরুণীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিস। এখনও পর্যন্ত দুজন ফেরার। চার ধৃতদের মধ্যে আছে বাসের চালক রাম সিং, তার ভাই মুকেশ, জিমের প্রশিক্ষক বিনয় শর্মা এবং ফল বিক্রেতা পবন গুপ্ত। ধৃত বাস চালককে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। দিল্লিতে একের পর এক গণধর্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশন। দিল্লি পুলিস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এ ব্যাপারে কমিশন রিপোর্ট তলব করেছে।