Last Updated: Thursday, December 12, 2013, 16:33
সমকামিতা অপরাধ। দেশের শীর্ষ আদালতের রায়ে দেশজুড়ে সমালোচনার ঝড়। সমালোচনায় মুখর হয়েছে রাজনৈতিক মহল, বুদ্ধিজীবী মহল, বিনোদন জগত। আদলতের রায় শুনে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী বলেন, হাইকোর্ট নিষ্ঠুর, মানবাধিকার বিরোধী একটা আইনের বিরোধিতা করেছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে যে রায় দিয়েছে তাতে আমি হতাশ। আমাদের সংবিধানের ঐতিহ্য রয়েছে, আমাদের সংবিধান মুক্ত মনে কথা ভাবার, কথা বলার অধিকার দিয়েছে। তার জোরেই আমরা এই রায়ের বিরোধিতা করছি। আশা করি সংসদে এই বিষয়টা তোলা হবে এবং ভারতের সব নাগরিকদের জন্য স্বাধীন ভাবে বাঁচার অধিকার প্রতিষ্ঠা করা যাবে।