Last Updated: October 15, 2012 17:49

শুরু হয়ে গেল কাউন্টডাউন। ১৬ অক্টোবর মহাবিয়ের জন্য তৈরি বলিউড। তারই প্রথম রাউন্ড অর্থাত্ সইফ-করিনার মহাসঙ্গীতে একফালি বলিউড জড়ো হল এক ছাদের উপরে।
কমলা-হলুদ ঘাগরার সঙ্গে সোনালি জমকালো চোলি। হাতভর্তি গাঢ় সবুজ চুড়ি। গলায় ভারী নেকলেস। মাথায় গজরা। একেবারে খাঁটি ভারতীয় দুলহনের সাজে করিনা। সঙ্গে একেবারে কারুকাজহীন দুধসাদা বন্ধগলায় সইফ। বলিউডি ব্রাঞ্জেলিনার প্রাক বিবাহ অনুষ্ঠানে করিনার বান্দ্রার বাড়ির ছাদে চাঁদের হাট নেমেছিল। বিগ ফ্যাট ওয়েডিংয়ের জমানায় এই প্রথম বোধহয় বলিউড দেখল সত্যিই পারিবারিক পরিসরে সঙ্গীত। করিশমা কপুর, রিমা কপুর, নিতু সিং, সোহা আলি খান, কূণাল খেমু, মণীশ মালহোত্রা, সইফ কন্যা সারা, সস্ত্রীক সঞ্জয় কপুর, অমৃতা অরোরা, মালাইকা অরোরার মত একদমই ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিয়ের ওয়ার্ম আপ সেশনে।
আগামিকালই বিয়ের পিঁড়িতে বসছেন সইফিনা।
First Published: Monday, October 15, 2012, 17:49