ম্যান সিটির দায়িত্বে গুয়ার্দিওলা, গুঞ্জন তুঙ্গে

ম্যান সিটির দায়িত্বে গুয়ার্দিওলা, গুঞ্জন তুঙ্গে

ম্যান সিটির দায়িত্বে গুয়ার্দিওলা, গুঞ্জন তুঙ্গে মানচিনির জায়গায় ম্যানচেস্টার সিটির দায়িত্বে আসতে চলেছেন বার্সিলোনার প্রাক্তন কোচ পেপ গুয়ার্দিওলা? এমনটাই দাবি করেছে একটি ব্রিটিশ সংবাদপত্র। খুব সম্ভবত এই মরসুমের শেষেই নাকি পেপ দায়িত্ব নিতে চলেছেন ম্যান সিটির।

মাঝে এক মরসুম কোচিং থেকে দূরে থাকা পেপ গুয়ার্দিওলা আবার ফিরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। আর এই ইঙ্গিতের পর ইপিএলের বেশ কয়েকটি ক্লাব পাওয়ার জন্য ঝাঁপিয়েছিল বার্সিলোনার প্রাক্তন কোচকে। ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, ম্যান সিটি নাকি সবচেয়ে এগিয়ে গুয়ার্দিওলাকে পাওয়ার ব্যাপারে। প্রসঙ্গত, চলতি মরসুমে খারাপ পারফরম্যান্সের কারণে মানচিনির সঙ্গে এবার সম্পর্ক ছেদ করতে চলেছে ম্যান সিটি।

First Published: Monday, January 14, 2013, 16:43


comments powered by Disqus