Last Updated: Friday, April 4, 2014, 20:48
হাবরা দুই-এ বিডিও নিগ্রহকাণ্ডে অভিযুক্তদের শনাক্তকরণ হল না। কারণ আজ আদালতে যান নি হাবরা দুই-এর বিডিও দীনবন্ধু গায়েন। বারাসত আদালতে আজ হাজিরা দেন এই ঘটনায় অভিযুক্ত পনেরাজন। গ্রেফতারের পর জামিনে মুক্ত তাঁরা। এদিন বারাসত আদালতে গিয়ে তাঁদের চিহ্নিত করার কথা ছিল বিডিও দীনবন্ধু গাইনের। অসুস্থতার কারণেই আদালতে যেতে পারেননি বলে জানিয়েছেন তিনি।