Last Updated: February 6, 2014 21:18

মুম্বই পর্ব মিটিয়ে এবার হেমার মেয়ের বিয়ের রিসেপশনের আসর বসল রাজধানীতে। বলিউড ছাপিয়ে চোখে পড়ল রাজনীতির গ্ল্যামার। লালকৃষ্ণ আডবানী থেকে সুষমা স্বরাজ, ভারতীয় রাজনীতির সব প্রথম সারির নেতারাই উপস্থিত ছিলেন বিয়ের পার্টিতে।
২ ফেব্রুয়ারি মুম্বইয়ের অনুষ্ঠান যদি হয়ে থাকে বলিউডের চাঁদের হাট, ৫ ফেব্রুয়ারির দিল্লির ভোজ তবে ছিল রাজনীতির অঙ্গন। হেমা মালিনী ও ধর্মেন্দ্র দুজনেই ভারতীয় জনতা পার্টির সদস্য। মুম্বইয়ের অনুষ্ঠানে এসেছিলেন নরেন্দ্র মোদী। রাজধানীতে তাই নবদম্পতিকে আশীর্বাদ করে গেলেন বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আডবানী। সুষমা স্বরাজ ছাড়াও এসেছিলেন অরুণ জেটলি, রেনুকা চৌধুরি, রাজীব শুক্লা, কংগ্রেস নেতা ফারুক আবদুল্লাহ।
বিয়ের অন্যান্য অনুষ্ঠানের মতোই এ দিনও নিজেদের ডিজাইনার পোশাকে সেজেছিলেন দেওলরা। অহনা পরেছিলেন হালকা নীল ও সোনালি গাউন, দিদি এষার পছন্দ ছিল ল্যাভেন্ডার ও মা হেমা বেছে নিয়েছিলেন নিজের চিরাচরিত কাঞ্জিভরম। শ্যাম্পেন রঙের শাড়ির সঙ্গে হিরের গয়নায় এদিনও নজর কেড়েছেন ড্রিমগার্ল।
First Published: Thursday, February 6, 2014, 21:18