Last Updated: Saturday, February 2, 2013, 20:17
আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবের পদে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হলেন সেনেটর জন কেরি। চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর হিলারির পরিবর্তে নিয়ে আসা হল কেরিকে। এদিন দুপুরে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন হিলারি। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর হিলারি রডহ্যাম ক্লিন্টনের গলায় ধরা পড়ল আবেগ। বললেন, "আমি খুব খুশি। আমার দেশ দুনিয়ার নেতৃত্ব দিয়ে ভালকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কাজের প্রত্যক্ষ শরিক হতে পেরে আমি গর্বিত"।