Last Updated: March 23, 2013 14:59

চাঁদনী চকে নাশকতার ছক করেছিলেন সৈয়দ লিয়াকত আলি। তার আত্মসমর্পণ নিয়ে জল্পনার মধ্যেই এই তথ্য সামনে আনল দিল্লি পুলিস।
গোরখপুর থেকে গ্রেফতার হওয়া এই হিজবুল মুজাহিদ্দিন জঙ্গি নেপাল হয়ে জম্মু-কাশ্মীরের বাড়িতে ফিরছিলেন। জম্মু কাশ্মীর সরকারের আত্মসমর্পন প্রকল্পে তিনি আগেই সন্ত্রাসের পথ ছেড়েছেন একাংশের এই দাবির মধ্যে, দিল্লি পুলিস সুত্রের মত, রাজধানীতে বড়সড় নাশকতার ছক কষেছিল ধৃত ওই জঙ্গি।
পুলিস জানিয়েছে, সৈয়দ লিয়াকত শাহ পাক অধিকৃত কাশ্মীরে ট্রেনিং নেয়। হোলির আগে দিল্লির চাঁদনি চকের মতো ভিরে ঠাসা এলাকা ও দক্ষিণ দিল্লির মলে নাশকাতার নির্দেশ দেওয়া হয়েছিল ওই জঙ্গিকে।
রাজধানীর বুকে আরও ছয় সন্ত্রাসবাদী লুকিয়ে রয়েছে। তাঁদের জন্য তল্লাসি চালাচ্ছে দিল্লি পুলিস।
গত বৃহস্পতিবার মধ্যরাতে জামা মসজিদের পাশের একটি গেস্ট হাউসে হানা দিয়ে বিশাল পরিমানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করে পুলিস। তবে ঘটনাস্থল থেকে কোনও অপরাধীর নাগাল পায়নি তাঁরা। পুলিসের অনুমান রাজধানীতে আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল সৈয়দ লিয়াকত শাহ ও তাঁর সঙ্গীদের।
First Published: Saturday, March 23, 2013, 14:59